ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংক অনলাইন জুয়ার লেনদেন প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে

rising sylhet
rising sylhet
নভেম্বর ৫, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ ব্যাংক অবৈধ অনলাইন জুয়ার লেনদেন প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে । মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ লেনদেন বন্ধে সব এমএফএস প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 সাধারণ জনগণ যাতে জুয়া-সংক্রান্ত অভিযোগ জানাতে পারে, সেজন্য পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন স্থাপন করতে হবে।

সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংক দেশের ১৩টি এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠায়। এতে এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচারের আশঙ্কা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, সন্দেহজনক সব এমএফএস অ্যাকাউন্ট শনাক্ত করে তালিকা তৈরি করতে হবে।

প্রতিটি প্রতিষ্ঠানকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে। এআই-নির্ভর স্বয়ংক্রিয় মনিটরিং সিস্টেম চালু করে লেনদেন নজরদারিতে আনতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে দেশের বাইরে অর্থ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের লেনদেন দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়।

অনলাইন জুয়া রোধে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রযুক্তিনির্ভর নজরদারি ও জনসচেতনতা বাড়ালে অবৈধ অর্থপাচার অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, এমএফএস প্রতিষ্ঠানগুলো যদি এই নির্দেশনা দ্রুত বাস্তবায়ন না করে, তবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।