ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে সু-খবর দিলো বিসিবি

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৭, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। রোববার (২৮ এপ্রিল) সিরিজের প্রথম ম্যাচে সিলেটে মুখোমুখি হবে এই দুই দল। এর আগে, বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দলের সিরিজ কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা না হলেও এবার বাংলাদেশ-ভারত সিরিজ সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

শুক্রবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ-ভারত সিরিজ টি-স্পোর্টসে সরাসরি দেখানোর বিষয়টি নিশ্চিত করে বিসিবি। প্রতিবারই মেয়েদের সিরিজে সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হলেও এবার আর তেমনটি হচ্ছে না।

২৮ এপ্রিল  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল একই সময়ে হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, রাতের আলোয়। ২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে, সন্ধ্যায়।

১২৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।