ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সুপার ফোরের চূড়ান্ত সূচি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ads

এশিয়া কাপের সুপার ফোরে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের যাত্রা দীর্ঘ হচ্ছে। যদিও গ্রুপপর্বের একটি ম্যাচ বাকি আছে, সুপার ফোরের চূড়ান্ত সূচি নির্ধারিত হয়েছে।

গ্রুপ ‘এ’ থেকে শীর্ষে উঠে সুপার ফোরে উঠেছে ভারত, রানার্স-আপ পাকিস্তান। গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হিসেবে শ্রীলঙ্কা এবং দ্বিতীয় স্থানে থেকে বাংলাদেশ শেষ চার নিশ্চিত করেছে।

লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম নেবে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর, যেখানে তাদের প্রতিপক্ষ হবে টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। এর একদিন পর, ২৫ সেপ্টেম্বর, পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম সুপার ফোর ম্যাচ ২০ সেপ্টেম্বর, যেখানে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। গ্রুপপর্বে এই দলের সঙ্গে বাংলাদেশের হারের পর এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে।

সব সুপার ফোর ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ বাদে। টুর্নামেন্টের ফাইনালও ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের হয়ে লিটন দাসের নেতৃত্বে খেলোয়াড়রা প্রস্তুত, লক্ষ্য সুপার ফোর থেকে ফাইনালে পৌঁছানো।
এক নজরে সুপার ফোরের সূচি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।