
রাইজিংসিলেট- বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে (এএফএনএস) সরাসরি স্বল্পমেয়াদি কমিশনে নার্স পদে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে চলছে এবং শেষ তারিখ ২ আগস্ট ২০২৫।
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদবী: নার্স (শুধুমাত্র নারী)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা:
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০
সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি
ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি
ওজন: ন্যূনতম ৪৬ কেজি
বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি
বয়স:
১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বোচ্চ ২৬ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)
বৈবাহিক অবস্থা:
বিবাহিতা, অবিবাহিতা, বিধবা অথবা তালাকপ্রাপ্ত – সকলেই আবেদন করতে পারবেন
আবেদন ফি:
১,০০০ টাকা (অফেরতযোগ্য)
বেতন ও সুযোগ-সুবিধা:
সরকার নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বাসস্থান: নিরাপদ পরিবেশে আবাসনের সুবিধা
চিকিৎসা: উন্নতমানের চিকিৎসাসেবা ও প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুযোগ
শিক্ষা: সন্তানদের সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২ আগস্ট ২০২৫।