
মৌলভীবাজারে বাউলদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদে বাউল সমাজ মৌলভীবাজার-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের চৌমহনা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউল জালাল নুরী এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক ও মৃৎনাট্যের প্রধান নির্বাহী শাহীন ইকবাল।
মানববন্ধনে বক্তব্য রাখেন—
ছড়াকার, সাংবাদিক ও সংস্কৃতিজন আব্দুল হামিদ মাহবুব
হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব এম. খছরু চৌধুরী
পল্লী বাউল সাংস্কৃতিক সংগঠন মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বাউল আলমগীর হোসেন
প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন—
শাহ মোস্তফা শিল্পী গোষ্ঠী’র সভাপতি বাউল জাহাঙ্গীর আলম,বাউল শামিম আহমদ,বাউল আব্দুল গনি,বাউল ফয়সল আহমদ,বাউল কাদির শাহ,বাউল দুলাল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বাউল শিল্পী ও সাধকদের উপর নির্যাতন বন্ধ করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তারা সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।