ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাকিদের আসা-যাওয়ার মাঝে একাই লড়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ

rising sylhet
rising sylhet
মার্চ ৪, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দারুণ ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে গড়েছেন প্রতিরোধ।বাকিদের আসা-যাওয়ার মাঝে একাই লড়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। চতুর্দশ ওভারে থিকশানার শিকার হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৫ রান।

ত্রয়োদশ ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্দোকে ছক্কা মারার পর দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্রেফ ২৭ বলে তিনি ২ চার ও ৪ ছক্কায় এই ফিফটি পূর্ণ করেন। তবে আর ৪ রান যোগ করতেই তিনি হারিয়ে ফেলেন উইকেট।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তৃতীয় বলেই ম্যাথিউসের শিকার হয়ে বিদায় নেন লিটন দাস। আরেক ওপেনার সৌম্য সরকারও টিকতে পারেননি বেশিক্ষণ। চতুর্থ ওভারে উইকেট হারান তিনি।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে সফরকারীরা।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের অফ স্টাম্পের অনেক বাইরের বল অফ সাইডে গিয়ে খেলার চেষ্টা করেন লিটন। কিন্তু বল ব্যাটের বাইরের কানায় লেগে কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়ে। লিটনকে ফিরতে হয় শূন্য রানেই। চতুর্থ ওভারের প্রথম বলে বিনুরা ফার্নান্দোর বল উড়িয়ে মারতে গিয়ে আসালাঙ্কার শিকার হন সৌম্য। ১১ বলে ১২ রান করে বাংলাদেশি ব্যাটার।

চারে নেমে ঝড়ো শুরু করে ৮ রানে ইনিংস থামে তাওহীদ হৃদয়ের। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে কিছুক্ষণ লড়ে যান নাজমুল হাসান শান্ত। কিন্তু টাইগার অধিনায়ক পাথিরানার প্রথম ওভারে উইকেট হারান ২০ রান করে।

১৭৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।