
রাইজিংসিলেট- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসন সংকট, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা ও ছাত্র সংসদ নির্বাচনসহ ৬ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।
সংগঠনের প্রচার সম্পাদক ইউনুস বিন হুসাইন খান জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি এখনও বাস্তবায়িত হয়নি। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করবে।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. আবাসন সংকট নিরসন – বিশেষ করে ছাত্রী হলগুলোতে আসন সংকট দূর করতে কার্যকর ব্যবস্থা এবং নির্মাণাধীন হলগুলোর কাজ দ্রুত শেষ করা।
২. স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা ফান্ড – ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, নারী চিকিৎসক, নতুন অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যসেবা ফান্ড গঠন।
৩. খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ – হল ডাইনিং, ক্যান্টিন ও রেস্টুরেন্টগুলোতে খাদ্যমান নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা ও নিয়মিত তদারকি।
৪. নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজ ও খাবারের ব্যবস্থা – টিএসসিতে পৃথক নামাজের স্থান এবং পর্দাসীন শিক্ষার্থীদের জন্য খাবারের পৃথক টেবিল।
৫. ছাত্র সংসদ নির্বাচন (বাকসু) – শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবি এবং তার রোডম্যাপ ঘোষণা।
শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো পূরণে প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে বলে মত প্রকাশ করেন সংগঠনের নেতারা।