ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাগবাড়ি নরসিং টিলা এলাকার নির্মাণাধীন ভবনে চুরির ঘটনায দুই যুবককে শনাক্ত করে আ ট ক

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৫, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

নগরীর বাগবাড়ি নরসিং টিলা এলাকার মনিপুরী গলিতে নির্মাণাধীন ভবনে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় পঞ্চায়েত কমিটির উদ্যোগে চুরির সঙ্গে জড়িত দুই যুবককে শনাক্ত করে আটক করা হয়েছে। এবং পরবর্তীতে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন, কোতোয়ালী থানাধীন সোনার বাংলা এলাকার পঙ্কি মিয়ার কলোনির হুসাইনের ছেলে আরমান (১৯), পশ্চিম কাজলসা জিতু মিয়ার বাড়ির ময়না মিয়ার ছেলে রাব্বি (১৮)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার এসআই সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চুরির ঘটনায় জড়িত ২ যুবককে এলাকাবাসী আটক করেন। পরে পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে এবং আজ বুধবার আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভবনের কাজ শেষ করে শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দুইজন চোর ভবনের নিচতলায় ঢুকে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা মূল্যের একটি ক্রেনের সেইফ চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও নির্মাণাধীন ভবনের মিস্ত্রিদের সহায়তায় বাগবাড়ি নরসিং টিলা পঞ্চায়েত কমিটির সভাপতি মইনুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক কামারুজ্জামান দিপুর কাছে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পর স্থানীয় এলাকা ও রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে জড়িত দুই যুবককে শনাক্ত করা হয়। এরপর পঞ্চায়েত কমিটির উদ্যোগে রাত আনুমানিক ১১টার দিকে আরমানকে আটক করা হলে সে জানায়, তারা দুইজন মিলে চুরি করা সেইফটি ১২০০ টাকায় বিক্রি করেছে এবং সেই টাকা দিয়ে পাঁচটি ইয়াবা ট্যাবলেট কিনে সেবন করেছে। পরে রাত সাড়ে ১১টার দিকে আরমানের সহযোগী রাব্বিকেও আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।