
রাইজিংসিলেট- আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্র ও তালেবান সরকারের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘাঁটিটি নিজেদের দাবি করে সেটি ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে তালেবান সরকার সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
এই প্রেক্ষাপটে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে চারটি গুরুত্বপূর্ণ দেশ—চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তান। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আফগানিস্তানে নতুন করে কোনো বিদেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিরুদ্ধে তারা একজোট।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই চার দেশের প্রতিনিধিদের এক অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং যে কোনো সামরিক হস্তক্ষেপ বা ঘাঁটি প্রতিষ্ঠার চেষ্টার বিরোধিতা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, চীনের আফগানিস্তান-বিষয়ক বিশেষ দূত ইউ জিয়াওয়ং এবং পাকিস্তানের জ্যেষ্ঠ কূটনীতিক উমর সিদ্দিক।
এদিকে কাবুল সরকার জানিয়েছে, তারা তাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব নিয়ে আপোস করবে না। তারা ট্রাম্পকে ২০২০ সালের দোহা চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০ বছর দীর্ঘ যুদ্ধের পর ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও মিত্ররা আফগানিস্তান থেকে সরে গেলে তালেবান পুনরায় ক্ষমতায় আসে।