
শাহপরাণ থানাধীন খাদিমপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে একটি চক্র বাগানের খাস জমি দখল করে ভূয়া দলিলের মাধ্যমে বিক্রি করে আসছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় খাদিমপাড়া এলাকার ২নং রোডে তাকে এই কারাদণ্ড দিয়েছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
একই সাথে বাগানের শ্রমিকদের জায়গা জোরপূর্বক দখলের অপরাধে মোজ্জামেল হোসেন লিটন (৩৮) নামের এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি সিলেটভিউ’কে এসব তথ্য নিশ্চিত করে বলেন, লিটন নামের ওই যুবক দীর্ঘদিন থেকে প্রভাব খাটিয়ে বাগানের খাস জমি দখল করে ভূয়া দলিলের মাধ্যমে মানুষের কাছে বিক্রিও করে আসছিলো। একই সাথে বাগানের শ্রমিকদের জোরপূর্বক উচ্ছেদ করে তাদের জায়গাও দখল করে ছিলো।
আরও জানান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।