ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাগানে তরুণীকে ধর্ষণ-পলাতক আসামী মনির গ্রেফতার

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগানে তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‌াবের একটি দল ধর্ষণ মামলার পলাতক আসামী মনির মিয়াকে (২৫) গ্রেফতার করেছে। সে জালালাবাদ থানাধীণ দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জালালবাদ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

এরআগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বেতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, ভিকটিমসিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত মনির ভিকটিমের সম্পর্কে খালাতো ভাই। এক বছর পূর্বে ভিকটিমের মাতা মারা যান।মৃত্যুর পূর্বে ভিকটিমের মাতা বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করত। ওই বাসার মালিক মাঝে মধ্যে ভিকটিমের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করত। সেই সুবাধে ভিকটিমের মোবাইল নাম্বার মালিকের বাসায় দেওয়া ছিল। গত ৩১ অক্টোবর ভিকটিমের বাড়িতে মনির জানায় বিশ্ববিদ্যালয় এলাকার ওই বাসার মালিক ফোন দিয়েছে তাদের বাসায় গেলে কিছু টাকা দেয়া হবে।

বাসায় ভিকটিমের পিতা না থাকায় মনির ভিকটিমকে নিয়ে ওই বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে রাবার বাগানে টিলার উপরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাড়িতে এসে তার পরিবারকে জানায়। তখন ভিকটিমের পিতা গ্রেফতারকৃত মনিরের পরিবারকে জানালে তারা বিষয় বিষয়টি আপোষের জন্য প্রস্তাব দেয়। প্রস্তাবে ভিকটিমের পিতা রাজি না হয়ে থানায় মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।