
মোঃ শামীম হোসেন- খুলনা: বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে মোংলায় সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল থেকেই এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিকে ঘিরে মোংলা শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকে। অবরোধের সমর্থনে সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা মিছিল বের করেন এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াত ইসলামির নেতৃত্বে কুমারখালি ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করেন সর্বদলীয় সম্মিলিত জোটের নেতা কর্মীরা।
এ সময় আরো বিক্ষোভ করেন বাগেরহাট জেলা বিএনপি,যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনেরনেতাকর্মী সহ সম্মিলিত জোটের নেতা কর্মীরা। অবরোধের সমর্থনে দোকানপাট, গাড়ি ও নদীর খেয়া পারাপার বন্ধ রয়েছে। সর্বদলীয় কমিটির নেতারা বলেন, বাগেরহাট জেলার ৪টি আসন পুনর্বহাল না হলে এলাকার জনগণের অধিকার ক্ষুণ্ন হবে। অবিলম্বে সংসদীয় আসন পূর্ণবহাল করতে হবে।
অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। কর্মসূচির কারণে সকাল থেকে মোংলা বাসস্ট্যান্ড হতে দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।