ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট জেলার ৪টি আসন পূর্ণবহলের দাবিতে মোংলায় সকাল-বিকাল অবরোধ

rising sylhet
rising sylhet
আগস্ট ২৫, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ads

মোঃ শামীম হোসেন- খুলনা:  বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে মোংলায় সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল থেকেই এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিকে ঘিরে মোংলা শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকে। অবরোধের সমর্থনে সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা মিছিল বের করেন এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াত ইসলামির নেতৃত্বে কুমারখালি ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করেন সর্বদলীয় সম্মিলিত জোটের নেতা কর্মীরা।

এ সময় আরো বিক্ষোভ করেন বাগেরহাট জেলা বিএনপি,যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনেরনেতাকর্মী সহ সম্মিলিত জোটের নেতা কর্মীরা। অবরোধের সমর্থনে দোকানপাট, গাড়ি ও নদীর খেয়া পারাপার বন্ধ রয়েছে। সর্বদলীয় কমিটির নেতারা বলেন, বাগেরহাট জেলার ৪টি আসন পুনর্বহাল না হলে এলাকার জনগণের অধিকার ক্ষুণ্ন হবে। অবিলম্বে সংসদীয় আসন পূর্ণবহাল করতে হবে।

অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। কর্মসূচির কারণে সকাল থেকে মোংলা বাসস্ট্যান্ড হতে দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।