
বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত রজব আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার।
জানা যায়, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের কাজল মিয়া ও মুহিবুর মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরে আহদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।
নিহত রজব আলী একই গ্রামের গুল মামুদের ছেলে।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মো. কবির হোসেন জানান, সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রজব আলী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। তবে মরদেহ এখনো বাড়িতে আসেনি।