ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্যিক হিট ছবির নায়িকা অসিন এখন কোথায়?

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৯, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ads

‘গজনি’, ‘রেডি’, ‘হাউসফুল ২’- এই সব বাণিজ্যিক হিট ছবির নায়িকা অসিন এখন কোথায়? একসময় যার অভিনয় দক্ষতা ও পর্দায় উপস্থিতি ছিল আলোচিত, তিনি এখন কী করছেন? সম্প্রতি তাঁর ৪০ তম জন্মদিন উপলক্ষে ফিরে দেখা যাক তার ক্যারিয়ার ও বর্তমান জীবনের গল্প।

মাত্র ১৫ বছর বয়সে তিনি তামিল ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন। তার প্রথম ছবি ছিল ‘নারেন্দ্রন মাকান জয়কান্তন বাকা’ (২০০০)। এরপর দক্ষিণী ছবিতে অভিনয়ের ধারাবাহিকতা বজায় রেখে অসিন বলিউডের দিকে ধীরে ধীরে মনোযোগ দিতে শুরু করেন। ‘আম্মা নান্না’, ‘তামিলা আম্মাই’, ‘এম. কুমারন সন অব মাহালক্ষ্মী’—এই ধরনের জনপ্রিয় দক্ষিণী ছবিতে অভিনয়ের পর বলিউডে তার অভিষেক ঘটে।

১৯৮৫ সালের ২৬ অক্টোবর কেরালার কোচিতে জন্ম নেয় অসিন থট্টুমকাল। ক্যাথলিক পরিবারে জন্ম নেয়া অসিনের বাবা ছিলেন সিবিআই কর্মকর্তা ও ব্যবসায়ী, মা ছিলেন সার্জন। নেভাল পাবলিক স্কুল ও সেন্ট টেরেসা কলেজে পড়াশোনা করার পর অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি।

২০০৮ সালে আমির খানের সঙ্গে ‘গজনি’ ছবির মাধ্যমে বলিউডে তাঁর প্রবেশ ঘটে। ‘গজনি’ তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। ছবিটি সুপারহিট হয় এবং অসিন রাতারাতি দেশের প্রতিটি ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপর তিনি সালমান খানের সঙ্গে ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’, ‘খিলাড়ি ৭৮৬’—এমন একাধিক হিট ছবি উপহার দেন।

তামিল, তেলেগু, মালয়ালম, হিন্দি, ইংরেজি, ফরাসি ও সংস্কৃত- মোট সাতটি ভাষায় সাবলীল অসিন। যে গুণ অনেক নায়িকার মধ্যে দেখা যায় না, তা ছিল তার এক বিশেষ বৈশিষ্ট্য।

বিয়ের পর অসিন অভিনয় থেকে সরে যান। তার শেষ ছবি ছিল ২০১৬ সালের ‘অল ইজ ওয়েল’। তারপর থেকে পুরোপুরি পারিবারিক জীবনেই মনোনিবেশ করেন তিনি। ২০১৭ সালে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা, অরিন রেন।

অভিনয়ের পাশাপাশি অসিনের জীবনে আসে প্রেম। ‘হাউসফুল ২’ ছবির শুটিংয়ের সময় অক্ষয় কুমার তাকে পরিচয় করিয়ে দেন মাইক্রোম্যাক্স প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে। সেই পরিচয়ই ধীরে ধীরে রূপ নেয় প্রেমে, আর ২০১৬ সালে মুম্বাইতে বিয়ের মাধ্যমে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।