
জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া গ্রামে বাথরুমে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি হরমন দাস(৬৫)। তিনি জগন্নাথপুর পৌর এলাকার বাদাউড়া গ্রামের বাসিন্দা।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, বুধবার বেলা ১টার দিকে বাদাউড়া গ্রামের হরমন দাস নিজ ঘরের সাথে থাকা বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁর স্ত্রী চিৎকার দেন। এতে আশপাশ লোকজন ছুটে এসে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।
হরমন দাসের স্ত্রী অর্চনা রানী দাস জানান, ‘তাঁর স্বামী বেশকিছু দিন ধরে অসুস্থ। স্বামীকে ঘরে রেখে তিনি কাপড় ধোয়ার জন্য বাড়ির পাশে পুকুর ঘাটে যান। সেখান থেকে ফিরে এসে ঘরে না দেখে বাথরুমে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন।’