ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাপুস সিলেট জেলা নির্বাচন : আপীলেও মূলধারা ব্যবসায়ী প্যানেলের ১০ জনের প্রার্থীতা বাতিল

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৯, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক (২০২৫–২০২৮) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ নভেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী সিলেট পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৫ জন, মূলধারা ব্যবসায়ী প্যানেল থেকে ২৫ জন এবং স্বতন্ত্রভাবে সভাপতি পদে ১ জনসহ মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মূলধারা প্যানেলের সকল ২৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে। পরে প্রার্থীরা আপীল আবেদন করলে আপীল বোর্ড পুনরায় যাচাই-বাছাই শেষে ১৭ নভেম্বর মূলধারা প্যানেলের ১৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে এবং ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে।

আপীল বোর্ড জানায়, ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে অনিচ্ছাকৃত ভুলকে মার্জনামূলক দৃষ্টিতে বিবেচনা করে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি ১০ জনের ভোটার ফরম ও মনোনয়নপত্রে স্বাক্ষর সংক্রান্ত গুরুতর গরমিল থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- কোষাধ্যক্ষ পদে আলা উদ্দিন সিকদার, সহ-সভাপতি পদে প্রবাল কান্তি, মাহবুব আল ফারুক, যুগ্ম সম্পাদক পদে খন্দকার মাহমুদুল হাসান, মো. আব্দুস ছালাম, সদস্য পদে মমশাদ আহমদ, সাব্বির আহমদ (সাবাহি), কাওছার আহমদ, সাব্বির আহমদ এবং আব্দুন নূর (বইঘর)।

উল্লেখ্য, বাপুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।