ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাবা দিবসে শাকিব, অপু-বুবলীর স্ট্যাটাস ঘিরে আলোচনা

rising sylhet
rising sylhet
জুন ১৫, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিশ্ব বাবা দিবস উপলক্ষে ঢালিউডের সুপারস্টার শাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। সন্তানদের সঙ্গে কাটানো শাকিব খানের কিছু আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন এই দুই অভিনেত্রী, যা ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা আলোচনা।

বাবা হিসেবে শাকিব খান বরাবরই দায়িত্বশীল ও স্নেহশীল—এই চিত্র আরও একবার সামনে এলো অপু বিশ্বাসের পোস্টে। অপু রোববার (১৫ জুন) সকালে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তাদের সন্তান আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে ছেলেকে শুনছেন শাকিব খান। ক্যামেরার পেছন থেকে অপু প্রশংসা করছেন ছেলের প্রতিভার। শাকিব খুশিতে হাসছেন এবং বলছেন, “ভেরি গুড।” ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, “বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।”

এই পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকেই মন্তব্য করেন, “এখন দেখার পালা বুবলী কী করেন।” এবং প্রত্যাশামতোই ২১ মিনিটের ব্যবধানে চিত্রনায়িকা বুবলীও ফেসবুকে একটি পোস্ট করেন।

বুবলীর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তাদের ছেলে শেহজাদ খান বীর বাবার ঘরে বসে কার্টুন দেখছে। শাকিব খান তখনও কিছুটা ঘুমঘুম চোখে, কিন্তু ছেলের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন। মাঝে মাঝে তিনি বলেন, “তোমার বাবা কে?” অথবা মজার ছলে, “আমরা কোনো গ্রুপের মালিক”। ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, “বাবাকে পাপ্পা দাও তো।” ছেলের দেয়া চুমুর জবাবে শাকিবও আদরে ছেলেকে চুমু দেন। পুরো মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন বুবলী নিজেই।

এই ভিডিওটির ক্যাপশনে বুবলী লেখেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সকল বাবাকে জানাই শুভেচ্ছা।”

শাকিব খান, অপু ও বুবলীর এই পোস্টগুলোকে ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন পারিবারিক ভালোবাসার এই প্রকাশ সুন্দর একটি দৃষ্টান্ত, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত জীবনের প্রতিযোগিতা হিসেবেও দেখছেন। তবে, বাবা হিসেবে শাকিব খানের ভূমিকা যে তার সন্তানদের জীবনে গুরুত্বপূর্ণ, তা এই দুই ভিডিওতেই স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।