ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাবা মাদকাসক্ত ছিলেন

rising sylhet
rising sylhet
আগস্ট ২৮, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

বড় মেয়ে তানজিনা জানায়, তার বাবা মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাতাল হয়ে বাড়ি ফিরে তাদের মাকে মারধর করতেন। এ কারণেই তাদের তালাক হয়।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হাত ও পা কেটে সাবেক স্ত্রীর হত্যাকারী সুজন মিয়া আদালতে জবানবন্দি দিয়েছেন। তালাকের চার মাসের মধ্যে স্ত্রী আরও দুটি বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডের সিদ্ধান্ত নেন বলে আদালতকে জানান সুজন।

হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম ১৬৪ ধারায় সুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

নিহত আকলিমা বেগম (৩৫) চুনারুঘাট উপজেলার খেতামারা গ্রামের সুজন মিয়ার সাবেক স্ত্রী ও ছনখলা গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে।

আকলিমা ও সুজন দম্পতির সন্তানরা হলো- তাহমিনা আক্তার (১৫), তানজিনা আক্তার (১৩), মমনিনা আক্তার (১০), ছাবিনা আক্তার (৮), সাহেদা আক্তার (৫), আতাউর রহমান (৩) ও হাবিবুর রহমান (৯ মাস)।

রোববার (২৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে সাবেক স্ত্রী আকলিমাকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত ও পা কেটে ফেলেন। পরে হাসপাতালে নেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়।

স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি জানান, ওই দম্পতির সাতটি সন্তান রয়েছে এবং পারিবারিক কলহের জেরে চার মাস আগে আকলিমা সুজনকে তালাক দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেন। চার মাসের মধ্যে দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে তিনি তৃতীয় বিয়ে করেন।

এসব কারণে সুজন ক্ষিপ্ত হন। তিনি নারিকেল গাছ পরিষ্কারের শ্রমিক হিসেবে কাজ করেন। সেই কাজে ব্যবহৃত দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।

হত্যার রাতেই চুনারুঘাট থানা পুলিশ সুজনকে গ্রেপ্তার করে এবং নিহত আকলিমার ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, মা মারা যাওয়ার পর সাত ভাই-বোন তারা তাদের নানা বাড়িতে চলে গেছে।মা খুন ও বাবা কারাগারে যাওয়ার পর যেন অকূল পাথারে পড়েছে সাত ভাই বোন। তাদের আহাজারিতে ভিজে উঠছে আশপাশে থাকা মানুষের চোখও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।