
বালু ভর্তি ট্রাক তল্লাশি করে পাওয়া গেল অবৈধভাবে নিয়ে আসা পণ্যের বিশাল চালানে। এই চালানে ছিল চশমা ও কিটক্যাট চকোলেট।
শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুরস্ত হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৫১২ পিস চশমা, যার আনুমানিক সিজারমূল্য ধরা হয়েছে ৪৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
এছাড়া ১৩ হাজার ৯৬৫ পিস কিটক্যাট চকলেট, যার মূল্য প্রায় ৮ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা।
মোট জব্দকৃত পণ্যের সিজারমূল্য ৫৪ লাখ ৮৯ হাজার ১০০ টাকা।
জানা যায়, সেনাবাহিনীর একটি দল জাফলং থেকে কেরানীগঞ্জগামী বালুবোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৪-২৬৩১) থামার সংকেত দিলে চালক ও হেলপার পালিয়ে যান।
পরে ট্রাকটি ক্যাম্পে নিয়ে আনলোড শেষে বালুর নিচে ভারতীয় চশমা ও চকলেটের চালান পাওয়া যায়।
শনিবার সকাল ১১টার দিকে ট্রাক ও জব্দকৃত সব পণ্য বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।