বাসররাতে জামাল ফকির (২৮) নামের নববিবাহিত এক যুবকেররহস্যজনক মৃত্যু হয়েছে।
জামাল ফকির ফরিদপুরের সালথায় পিসনাইল গ্রামের রজব ফকিরের ছেলে। তিনি চার ভাই ও দুই বোনের মধ্যে সেজো ছিলেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের একটি আখ ক্ষেতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামালের স্ত্রী রোকেয়া বেগম বলেন, লোকজনের চিৎকার শুনে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে দরজা বন্ধ। পরে কেউ দরজা খুলে দিলে বাইরে গিয়ে দেখি, বসতবাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফাঁকা মাঠে বাঁশের আড়ার সঙ্গে আমার স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা পরবর্তীতে জানা যাবে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জামাল ফকির পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বিয়ে করেন। ওই রাতেই নববধূ রোকেয়া বেগমকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। রাত সাড়ে ১১টার দিকে তারা ঘুমাতে যান। পরের দিন সকালে গ্রামের মানুষের চেঁচামেচিতে জামালের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন।