ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাসে অজ্ঞাত স শ স্ত্র ব্যক্তিদের হা ম লা য় সাত যাত্রী নি হ ত

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

লাহোরগামী একটি বাসে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় সাত যাত্রী নিহত হয়েছে। নিহতদের বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের বরখান জেলায় এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

 এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী, তাও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাটি ঘিরে ফেলা হয়েছিল। তবে হামলাকারীরা পালিয়ে গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানান,  প্রায় ৪০ জনের একটি সশস্ত্র দল বেশ কয়েকটি বাস ও যানবাহন থামিয়ে জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর বাস থেকে ওই সাত যাত্রীকে নামিয়ে গুলি করে হত্যা করে। নিহত সাতজনই মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা।

উল্লেখ্য, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে পাকিস্তানের কয়েক দশক ধরে চলমান লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যারা বৃহত্তর স্বায়ত্তশাসন এবং অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ভাগ চায়।

এর আগে গত শুক্রবার কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

গত আগস্টে পাকিস্তানের বিভিন্ন থানা, অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের ওপর কয়েকটি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে রাস্তার পাশে একটি হামলার ঘটনায় ২৩ জন নিহত হন। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।