ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধ র্ষ ণচে ষ্টার অ ভি যোগে চালককে আ ট ক

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৪, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

বাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালককে আটক করা হয়েছে।

ভুক্তভোগীর ভগ্নিপতি ইউসুফ আলী বাসচালক সাকিব ও হেলপার সৈকতকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

সোমবার (১৩ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বাসচালক সোয়াইব হাসান ওরফে সাকিবকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকার গাবতলী থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলসের বাসটি সিরাজগঞ্জের কড্ডার মোড়ে থামলে ওই স্কুলছাত্রী ও তার এক বন্ধু বাসে ওঠে। দুপুরে বাসটি বগুড়ার বনানী এলাকায় পৌঁছলে অন্য যাত্রীরা নেমে যান।

ওসি শফিকুল ইসলাম জানান, বাসচালক সাকিবকে আদালতে পাঠানো হচ্ছে। অপরদিকে ভুক্তভোগী নারীকে জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান। পলাতক হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

অভিযোগ অনুযায়ী, যাত্রীরা নেমে যাওয়ার পর বাসচালক ও তার সহকারীরা মেয়েটির বন্ধুকে ভয় দেখিয়ে নামিয়ে দেন। এরপর বাসের ভেতরে মেয়েটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন চালক। পরে মেয়েটিকে ঠনঠনিয়া টার্মিনালে নিয়ে গেলে সেখানে কাউন্টার কর্তৃপক্ষের মধ্যস্থতায় বিষয়টি গোপনে মীমাংসা করা হয়। এরপর মেয়েটিকে ঢাকাগামী অন্য একটি বাসে তুলে সিরাজগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে এবং অভিযোগের ভিত্তিতে বাসচালক সোয়াইব হাসানকে আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।