ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাহুবল উপজেলার পায়রাটিলা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুণে পুড়ে ছাই

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৭, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানিপুর পায়রাটিলা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর আগুণে পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ লাখ টাকার।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে।

জানা যায়, সকালে হঠাৎ করেই পায়রাটিলা আশ্রয়ণ প্রকল্পের একটি আগুণ লেগে যায়। পরে তা মুহুর্তের মধ্যেই ছাড় দিকে ছড়িয়ে পড়ে। এসময় একে একে পুড়ে যায় ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর। পুরে যায় ঘরে থাকা সকল মালামাল।

এদিকে, আশ্রায়ণ প্রকল্পটি পাহাড়ের উচু টিলায় হওয়ার কারনে আগুন নিভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান মো. মুদ্দত আলী, পুটিজুরী পুলিশ ফাড়ির এসআই মোবারক হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। আগুণে ১০টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষয় ক্ষতির পরিমান ও আগুণ লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।