ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপি

rising sylhet
rising sylhet
আগস্ট ১, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ads

শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ৮ কমিটির স্বাক্ষরিত অনুমোদপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন জালাল উদ্দিন ও রওশন খান সাগর।

উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ও জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের যৌথ স্বাক্ষরে বিএনপির দলীয় প্যাডে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা মেনে, ইউনিয়ন ভিত্তিক কর্মীসভা করে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতিটি ইউনিয়নে সুন্দর একটি করে কমিটি দেওয়ার। দলের জ্যেষ্ঠ রাজনীতিবিদরের কাছ থেকে মতামত নিয়েছি। যারা ফ্যাসিস্ট হাসিনা আমলে মামলা-হামলার শিকার হয়েছিলেন, কারাবরণ করেছিলেন, নানাভাবে হয়রানির শিকার হয়েছিলেন তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেছি। কোনো দোসররা যেনো কমিটিতে স্থান না পায় সেদিকে সতর্ক ছিলাম। পদের সীমাবদ্ধতার কারণে অনেক যোগ্য নেতৃত্বকেও কমিটিতে স্থান দেওয়া সম্ভব হয়নি। এজন্য কারো মনে কষ্ট থাকলে তাদের প্রতি অনুরোধ, আসুন সব কষ্ট ভুলে জিয়ার আদর্শে রাজনীতি করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।

 

১১ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক ছাড়াও একজন যুগ্ম আহ্বায়ক (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও বাকি ৯ জন সদস্য হিসেবে রয়েছেন।

 

অনুমোদিত এসব কমিটিতে পূর্ব পাগলা ইউনিয়নে এবাদুর রহমানকে আহ্বায়ক ও নূর উদ্দিনকে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম পাগলা ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন আওলাদ হোসেন ও যুগ্ম-আহ্বায়ক শ্যামল হোসেন। দরগাপাশা ইউনিয়নে আবদুল হান্নানকে আহ্বায়ক ও প্রাক্তন ইউপি সদস্য মুকিত মিয়াকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। জয়জলস ইউনিয়নে আহ্বায়ক ইলিয়াছ মিয়া ও যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ। পূর্ব বীরগাঁও ইউনিয়নে আহ্বায়ক তোফায়েল আহমদ, যুগ্ম-আহ্বায়ক সাইকুল ইসলাম। পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন হাবিব উল্লাহ জায়গীরদার, যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান জায়গীরদার। পাথারিয়ায় আহ্বায়ক সিরাজুল আলম, যুগ্ম-আহ্বায়ক প্রাক্তন ইউপি সদস্য আক্কাস মিয়া। শিমুলবাঁক ইউনিয়নে মিজানুর রহমানকে আহ্বায়ক ও আরজু মিয়াকে যুগ্ম-আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

 

কমিটিতে স্থান পাওয়া পূর্ব পাগলা ইউনিয়নের সদস্যরা হলেন, সামছুল ইসলাম, আবুল মিয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আফরুজ আলী, এমদাদুর রহমান, রুকন উদ্দিন, আবুল খয়ের, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সুমন ও কাজি আবদুল ওয়াদুদ। পশ্চিম পাগলা ইউনিয়নে সদস্য পদ পেয়েছেন তফজ্জুল হোসেন, প্রাক্তন ইউপি সদস্য সামছুল হক, সাফিক মিয়া, সহিবুর রহমান, সামছুল ইসলাম, শফিকুল ইসলাম, রাহিম নূর, মুজিবুর রহমান ও আলতা হোসেন। দরগাপাশায় সদস্য পদ পেয়েছেন মজনু মিয়া, হুছবান আহমদ চৌধুরী বাহার, প্রাক্তন ইউপি সদস্য ছালেক আহমদ, ফয়জুল করিম, দিলদার চৌধুরী, শিহাব উদ্দিন স্বপন, সেলিম আহমদ, জুনেদ আহমদ ও আবুল খয়ের। জয়জলস ইউনিয়নের সদস্যরা হলেন, প্রাক্তন ইউপি সদস্য গিয়াস উদ্দিন, সিরাজ মিয়া, আবুল লেইছ, এমদাদুল হক, গুলজার আহমেদ, জসীম উদ্দিন, আকরামুল হক, দেলোয়ার হোসেন ও মোস্তাফিজুর রহমান। পূর্ব বীরগাঁওয়ে মঈনুল হোসেন, মহিবুর রহমান মবু, সিপাউর রহমান, ছাব্বির আহমদ, রাহুজ্জামান, প্রাক্তন ইউপি সদস্য মাহবুব খান, দুলেন মিয়া, শিরুল আহমেদ চৌধুরী ও আবু ছায়েদ সদস্য পদ পেয়েছেন। পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সদস্যরা হলেন, আশিক মিয়া, আকিবুল মিয়া, তোফায়েল আহমদ, আরজান খাঁন, চন্দন মিয়া, জসীম উদ্দিন, পালিশ মিয়া, সুজাত মিয়া ও ছোয়াব আলী। পাথারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য হয়েছেন হারুনুর রশিদ, আবদুর রাজ্জাক, আবদুল মতিন, ময়না মিয়া, আরিফ রেজা আলেক, আঙ্গুর মিয়া, আতিকুর রহমান, ফয়জুল ইসলাম ও শাহ আলম। শিমুলবাঁক ইউনিয়ন বিএনপিতে সদস্য হয়েছেন ফয়জুর রহমান মাস্টার, আবুল লেইছ, নিজাম উদ্দিন, মিজানুর রহমান, মাও. আইন উদ্দিন, মানিক মিয়া, ফয়জুর রহমান, রেজাউল করিম রেজু ও শহীদ আলম।

 

এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

 

অন্যদিকে কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও আওয়ামী লীগের দোসরদের দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলছেন পদবঞ্চিতরা। প্রকাশ্যে-অপ্রকাশে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।