
রাইজিংসিলেট- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদপুর থানার বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
১২ সেপ্টেম্বর (শুক্রবার) মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংশোধন না করায় তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।