ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির প্রস্তুতি সভায় দু গ্রু পের মধ্যে ধাওয়া-পা ল্টা ধাওয়া

rising sylhet
rising sylhet
জুলাই ২৭, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

বিএনপির প্রস্তুতি সভায় দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম।

এ বিষয়ে গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৭ জুলাই) দুপুর ১টায় বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদীতে আগামী ৫ আগস্টের কর্মসূচি পালনে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, প্রস্তুতি সভায় আমাকে দাওয়াত দেওয়া হয়নি। আমি মনোক্ষুণ্ণ হলেও পরবর্তীতে ওই সভায় যাই। তখন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ভাইয়ের ছেলে জসিম শরীফ আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমার সমর্থকরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে শরীফ জহির সাজ্জাদ হান্নান।

এ নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।