
রাইজিংসিলেট- বিএনপির ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২০২৪ সালের জন্য তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
২৭ জুলাই সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
বছরের হিসাব অনুযায়ী:
মোট আয়: ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা
মোট ব্যয়: ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা
উদ্বৃত্ত: ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা
বিএনপি জানায়, এই অর্থ এসেছে সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রি, ব্যাংক সুদ ও এককালীন অনুদান থেকে। ব্যয় হয়েছে ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহায়তা, কর্মসূচী বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপার মতো বিভিন্ন খাতে।
রুহুল কবীর রিজভী বলেন, “পূর্বের কমিশন তার প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। আমরা চাই বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করুক এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুক।”