
“জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থায় কাজ করবে বলেছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ।
বিএনপি কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দেশের অতি দরিদ্র ও দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নয়নেও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে কাজ করবো আমরা।”
শনিবার (৯ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের মিরাপাড়ার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মিরাপাড়া মসজিদের পাশের মাঠে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, “আমার দল বিএনপি ক্ষুদ্র ও কুটির শিল্পকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতেও কাজ করবে। এছাড়াও বেকারত্ব দূরীকরণে শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত বেকার যুব-যুবাদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে তুলে তাদেরকে বিদেশে কাজ করার সক্ষমতা তৈরির বিষয়েও ব্যবস্থা নেবে বিএনপি।”
২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম মল্লিকের সভাপতিত্বে ও জাকির হোসেন পারভেজের পরিচালনায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- শাহপরাণ থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ২৪নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাশু, শাহীন আহমদ, পিয়ার উদ্দিন, কয়েস আহমদ সাগর, স্বাধীন আহমদ, মো. জাবেদ কাদির।