
আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ যা করেছে, তা করলে ১৫ দিনও টেকা যাবে না বলেছেন,দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের আদর্শে আমাদের কাজ করতে হবে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে খুলনায় ‘৭১–এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘আমরা চাই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হোক, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করুক। তারা (অভিযুক্ত রাজনৈতিক দলগুলো) ক্ষমতায় যেতে পারবে না– সেজন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না। তারা চায় সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, যা বাংলাদেশের মানুষ বোঝে না।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের সৃষ্টির মধ্যদিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তবে শেখ হাসিনার সরকারের পতনের এক বছরে দেশের জন্য কোনো কাজ করতে পারেনি অন্তর্র্বতী সরকার।
বিএনপির এ নেতা বলেন, ‘একাত্তরের যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তবে স্বাধীনতার পরে আওয়ামী লীগ একনায়কতন্ত্র গঠন করেছে। মুক্তিযোদ্ধারা থেকে গেছে অন্ধকারে, তাদের সামনে আসতে দেওয়া হয়নি।’