
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে উন্নয়ন বঞ্চিত এলাকার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলেছেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির । দেশের গ্রামগঞ্জের মানুষের সার্বিক উন্নয়নে বিএনপিকে আপনারা যতবার সুযোগ দিয়েছেন তত বার কাজ করেছে। আগামীতে আবারও যদি সুযোগ প্রদান করেন দেশের গ্রাম-গঞ্জের মানুষের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বিএনপি। গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা ও তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে কাজ করবে আমরা। দেশের মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। কৃষির আধুনিকায়ন ও গ্রামীণ শিল্পের বিকাশে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি।
তিনি বুধবার (৩০ জুলাই) সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’ প্রদান করা হবে। বিএনপি যদি জনগণের রায়ে নির্বাচিত হয়, তাহলে দেশের প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড সরবরাহ করা হবে। আর এতে প্রতিটি পরিবার উপকৃত হবে। বিএনপি অতীতে যেসব ওয়াদা করেছে, তা পূরণ করেছে। ইনশাআল্লাহ আগামীতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং হাটখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি জনাব আলী, সহ-সভাপতি রহমত আলী, লিয়াকত আলী, আশক আলী, বদর আলম, সহ-সাধারণ সম্পাদক আশিক আলী, রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক নেছার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, আব্দুল জলিল, আমিনুল ইসলাম, আব্দুল গফুর, মোশাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী হীরা, আলামিন চৌধুরী, আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম, মমশির আলী, আজাদ মিয়া, হাবিবুর রহমান প্রমুখ।
২নং হাটখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ আলী পীরের সভাপতিত্বে ও ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন।