ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি দীর্ঘ লড়াইয়ের ফল: মির্জা ফখরুল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিএনপি হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে জায়গা করে নেয়নি, বরং এটি দীর্ঘ সময়ের আন্দোলন ও সংগ্রামের ফলাফল—এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার, ২০ সেপ্টেম্বর, কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, নির্বাচনকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত।”

সরকারবিরোধী নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ফখরুল বলেন, “ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন ধরনের দমন-পীড়নের মধ্যেও বিএনপিকে ধ্বংস করা যায়নি। যারা মুক্তিযুদ্ধের সময় বিভ্রান্ত অবস্থানে ছিল বা যারা এখন জন্ম নিয়েছে, তারাও আজ বিএনপিকে নিয়ে সমালোচনা করছে।”

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “নেতাদের নাম ধরে নয়, বরং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নামেই স্লোগান দিতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।