
রাইজিংসিলেট- বিএনপি হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে জায়গা করে নেয়নি, বরং এটি দীর্ঘ সময়ের আন্দোলন ও সংগ্রামের ফলাফল—এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার, ২০ সেপ্টেম্বর, কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, নির্বাচনকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত।”
সরকারবিরোধী নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ফখরুল বলেন, “ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন ধরনের দমন-পীড়নের মধ্যেও বিএনপিকে ধ্বংস করা যায়নি। যারা মুক্তিযুদ্ধের সময় বিভ্রান্ত অবস্থানে ছিল বা যারা এখন জন্ম নিয়েছে, তারাও আজ বিএনপিকে নিয়ে সমালোচনা করছে।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “নেতাদের নাম ধরে নয়, বরং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নামেই স্লোগান দিতে হবে।”