
রাইজিংসিলেট- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জব্দ করা গাছ ও কাঠ বিক্রির নিলামকে কেন্দ্র করে বন কর্মকর্তাকে মারধর ও নিলাম বন্ধের অভিযোগে শ্রমিক দলের স্থানীয় আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম খান (৪৫) এবং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। সাইফুল বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তারের ছোট ভাই।
ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ মামলার এজাহারে উল্লেখ করেন, নিলাম চলাকালে জাহাঙ্গীর ও সাইফুল তাঁর ওপর হামলা করেন, নিলাম বন্ধের নির্দেশ দেন এবং পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। তাঁরা নিলাম চালু রাখলে খুনের হুমকিও দেন বলে অভিযোগে বলা হয়েছে।
বন কর্মকর্তা আহত অবস্থায় সহকর্মীদের সহায়তায় হাসপাতালে ভর্তি হন। বন বিভাগের দাবি, এ ধরনের বাধা সরকারি রাজস্ব আহরণ ও সুষ্ঠু বন ব্যবস্থাপনার জন্য বড় হুমকি।
অভিযোগ অস্বীকার করে শাম্মি আক্তার বলেন, প্রকৃত ঘটনাকে আড়াল করে তাঁর ভাইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। জাহাঙ্গীর আলমও অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।
চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।