সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল আজও জনগণের মুক্তির একমাত্র আশ্রয়স্থল। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মীয় সম্প্রীতি, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
তিনি রবিবার (২৬ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও র্যালী পরবর্তী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গণসমাবেশে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গোয়াইনঘাট সরকারী কলেজ সামনে থেকে লিফলেট বিতরণ ও র্যালী শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় হাকিম চৌধুরী আরও বলেন, বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের রাজনীতি করে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমিকদের ভাগ্য বদলাবে, তাদের ন্যায্য অধিকার ফিরবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি। এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমেই দেশে আবারও আইনের শাসন ও ন্যায়বিচার ফিরবে।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুুল, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন, সদস্য সচিব শাহীন আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ প্রমূখ।