
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার, দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৯ আগস্ট, শনিবার
সারাদেশে সংগঠনের যে সকল শাখা এবং দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করে সফল করেছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এমনি ভাবে আগামী দিনগুলোতে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে আমাদের পাশে থেকে সফল এবং সাহস যোগানোর আহবান জানাচ্ছি।
সাংবাদিক সুরক্ষা আইন সহ ১৪ দফা দাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠেই আছি।
আমাদের দাবি সমূহ: রাষ্ট্র কর্তৃক সাংবাদিক তুহিনের পরিবারকে নিরাপত্তা এবং আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তি করতে হবে। স্ত্রী এবং সন্তানের খোঁজ খবর এবং সন্তানদের পড়ালেখার খরচ রাষ্ট্রকে বহন করতে হবে।সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে শহীদ সাংবাদিক হিসেবে মর্যাদা এবং ঘোষণা দিতে চাই।
গতকাল এবং আজ সারাদেশে দুই শতাধিক জেলা উপজেলায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে আপনারা যারা বিএমএসএফের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচী সফল করেছেন তাঁরা প্রকৃত সাংবাদিক বান্ধব ব্যক্তি এবং সংগঠক।
আপনাদের প্রতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সংগ্রামী সালাম এবং কৃতজ্ঞতা।