
রাইজিংসিলেট- বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল দল এখন এশিয়া সফরে রয়েছে প্রস্তুতির অংশ হিসেবে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ে আত্মবিশ্বাসী সেলেসাওরা আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) মুখোমুখি হচ্ছে জাপানের। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় টোকিওর আজিনোমোটো স্টেডিয়ামে শুরু হবে।
দলের সাম্প্রতিক ফর্ম চমৎকার—শেষ পাঁচ ম্যাচে চারটি ক্লিন শিট ও তিনটি জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিল শিবিরে ফিরেছেন ব্রুনো গুইমারেস, যিনি বলছেন, “জাতীয় দলের হয়ে এখন দারুণ সময় কাটাচ্ছি। কোচের আস্থা আমার ওপর, সেটাই আমাকে অনুপ্রাণিত করছে।”
এই ম্যাচে গুইমারেসের সঙ্গে দেখা যেতে পারে ক্যাসেমিরোকে, এবং ফরোয়ার্ড লাইনে থাকতে পারেন রিচার্লিসনের ঠিক পেছনে কুনহা। রক্ষণে ম্যাগালহায়েস ও মিলিতাওয়ের জুটি বহাল থাকার সম্ভাবনাই বেশি।
তবে কোচ এখনো একাদশ চূড়ান্ত করেননি, নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে দলের বিকল্প শক্তি যাচাই করছেন তিনি।
বাংলাদেশে কোনো টিভি চ্যানেল ম্যাচটি সম্প্রচার না করলেও মোবাইলের কিছু অ্যাপে বা অনলাইনে লাইভ দেখা যেতে পারে।