
রাইজিংসিলেট- মহান বিজয় দিবস উপলক্ষে স্বল্প সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সোমবার (১৫ ডিসেম্বর) এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। এ আয়োজনের সময় প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ কারণে যাত্রীসেবায় সাময়িক যে অসুবিধা সৃষ্টি হতে পারে, তার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।