
রাইজিংসিলেট- মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলতে এবং বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, বিজয় দিবসের কর্মসূচির কারণে ১৬ ডিসেম্বর ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা–আশুলিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী ও বাইপাইল এলাকায় যান চলাচলে সাময়িক ডাইভারশন কার্যকর থাকবে। এ সময় সব ধরনের যানবাহনের চালকদের বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, সকাল ৯টা থেকে সাধারণ মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।