ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি ক্যাম্প লুটপাট মামলার আসামি ও চোরাকারবারিদের নিয়ে বিজিবির মতবিনিময়

rising sylhet
rising sylhet
জুন ২৮, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ads

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি-মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে জৈন্তাপুর রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে বিজিবি কর্তৃক জনসচেতনতার উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ জুন) দুপুর ১২ টার দিকে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক জৈন্তাপুর উপজেলায় বিতর্কিত ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, বিজিবির ক্যাম্প কমান্ডার বাসারের আমন্ত্রেনে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিতর্কিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গত (৫ আগস্ট ২০২৪) তারিখে বিজিবি ক্যাম্প লুটপাট মামলার আসামি ও উক্ত মামলায় পুলিশ কর্তৃক গত (৯ মে ২০২৫) গ্রেফতারকৃত (বর্তমানে জামিনে মুক্ত), মাদক ব্যবসায়ী, বিজিবির নামে চাঁদা উত্তোলনকারী লাইনম্যান বর্তমান আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার এবং জাফলং এলাকার শীর্ষ চোরাকারবারি, বিজিবির নামে চাঁদা উত্তোলনকারী আব্দুল মান্নান উরফে মন্নান মেম্বারকে সাথে নিয়ে বিজিবির মতবিনিময় সভায় অনুষ্টিত হয়েছে। প্রোগ্রামের মধ্যখানে আব্দুল জব্বারকে নিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক, সহকারী পরিচালক ও শ্রীপুর ক্যাম্প কমান্ডার মিলে অনেকক্ষণ প্রোগ্রামে একসাথে কথাবার্তা বলতে দেখা যায়। এছাড়া প্রোগ্রামে সার্বক্ষণিক বিজিবিকে দিক নির্দেশনা এবং স্টেইজে বিজিবির সাথে বিতর্কিত এই দুই ব্যক্তিকে দেখা গিয়েছে।

এ ব্যপারে বিতর্কিত ব্যক্তি আব্দুল জব্বার বলেন, আমাকে দাওয়াত দেয়া হয়েছে তাই আমি মতবিনিমন সভায় গিয়েছি। ক্যাম্প আমার এলাকায় হওয়ায় বিজিবির সবাই আমার পরিচিত। বিজিবির সিও, এডি ও ক্যাম্প কমান্ডারের সাথে পরিচিত হলাম। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার উপর মামলা হয়েছে আমি জামিনে আছি।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, মামলা হোক আর যাই হোক যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এমন বিতর্কিত ব্যক্তিরা আমাদের পাশে স্থান নেই। ক্যাম্প কমান্ডার নতুন এসেছেন উনি আমার সাথে জব্বারকে পরিচয় করে দিয়েছেন। আমি মনে করেছিলাম জব্বার কোন ডেকোরেটরের মালিক হবেন পরে বিষয়টি আমার নজরে আসে। তবে এটি আমাদের উচিত ছিলো বেরিফাই করার। এটি ইচ্ছা কৃত কোন ভুল নয়। আমি জানলে এটা কখনো হতো না। জব্বারের সাথে আমাদের যোগসাজসের কোন প্রশ্নই নেই বরংচ তার বিরোদ্ধে আমাদের কাছে আরো কিছু কমপ্লেইন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।