ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কে ক্ষু ব্ধ অপূর্বের আইনি ব্যবস্থা, বড় চমকের ইঙ্গিত শাকিব খানে`র

rising sylhet
rising sylhet
আগস্ট ৯, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট-বিতর্কে ক্ষু ব্ধ অপূর্বের আইনি ব্যবস্থা, বড় চমকের ইঙ্গিত শাকিব খানে`র। সম্প্রতি ব্যক্তিগত একটি মুহূর্ত ঘিরে অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফেরার পর, একমাত্র সন্তান আয়াশকে চমকে দেওয়ার একটি আবেগঘন ভিডিও তিনি শেয়ার করেন সামাজিক মাধ্যমে। ভিডিওটি ভাইরাল হতেই কিছু ব্যবহারকারী এতে অপমানজনক ও বিভ্রান্তিকর মন্তব্য করতে থাকেন। এ ধরনের আচরণে গভীর ক্ষোভ প্রকাশ করে অপূর্ব জানিয়ে দেন, তিনি ইতোমধ্যে কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। কয়েকজনকে আইনের আওতায়ও আনা হয়েছে বলে জানান তিনি।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “বাবা-মেয়ের বা বাবা-ছেলের ভালোবাসার মতো পবিত্র বিষয় নিয়েও যখন কটূক্তি করা হয়, তখন বোঝা যায়, সমাজের একটা অংশ কতটা অসংবেদনশীল হয়ে উঠেছে।” অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও এসব ভিত্তিহীন মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে জানান, আয়াশ সবসময় ভালোবাসা ও যত্নের মধ্যেই আছে এবং বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে।

অন্যদিকে, ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ঈদের দুই সফল সিনেমার পর খানিকটা বিশ্রামে গেলেও, ভক্তদের কৌতূহল ছিল—তিনি কী করছেন? সম্প্রতি একটি ফেসবুক স্টোরিতে শাকিব জানান, “এই সময়ের নীরবতা কোনো শূন্যতা নয়; বরং এটি বড় কিছু ঘটার আগের প্রস্তুতি।” তিনি আরও বলেন, খুব শিগগিরই এমন একটি কাজ নিয়ে ফিরছেন, যা হবে সাহসী, স্মরণীয় এবং আইকনিক।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে শাকিব দেশে ফিরবেন এবং সেপ্টেম্বর থেকে একটি নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করবেন, যা পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। সিনেমাটি মুক্তি পেতে পারে আসন্ন ডিসেম্বরে।

একদিকে অপূর্বর ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক ও তার বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপ, অন্যদিকে শাকিব খানের আসন্ন বড় প্রকল্প—দুই তারকার ভিন্নমুখী এই খবর এখন বিনোদন অঙ্গনের কেন্দ্রবিন্দুতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।