
রাইজিংসিলেট- গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, এ খাতে অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে এবং সামনের দিনগুলোতে এটি আরও স্থিতিশীল হবে। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে, এখন মূল চ্যালেঞ্জ বাস্তবায়নে।
নির্বাচনি ব্যয় প্রসঙ্গে তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় বাজেট কিছুটা বাড়তে পারে। তবে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সব প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের আর্থিক সীমাবদ্ধতা থাকবে না। নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক চাহিদাপত্র পাঠায়নি বলেও তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান অবস্থা মোটামুটি সন্তোষজনক এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সামগ্রিক বা ম্যাক্রো অর্থনীতি স্থিতিশীল থাকলেও ক্ষুদ্র পর্যায়ে কিছু খাতে দুর্বলতা রয়েছে, যা বিশ্বের যেকোনো দেশের ক্ষেত্রেই স্বাভাবিক।
এর আগে রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্র বহন করবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়া নিয়মিতভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় শরীফ ওসমান হাদি সন্ত্রাসী হামলার শিকার হন। একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।