ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে ২০ মিনিট অবস্থান কর্মসূচী ২৭ অক্টোবর সোমবার

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৫, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা-এর ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী ৬৩ সদস্য বিশিষ্ট্য বিভাগীয় কমিটির নাম ঘোষণা উপলক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিষয় ও বিদ্যুতের লোডশেডিংয়ের উপর গুরুত্বারোপ করে ব্যাপক আলোচনা করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ সিলেটের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে কর্মসূচী গ্রহনের প্রস্তাব করলে তাৎক্ষণিক সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং আগামী ২৭ অক্টোবর সোমবার হারিকেন, কুপিবাতি, মোমবাতি নিয়ে বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে ২০ মিনিট অবস্থান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সাংগঠনিক অবস্থান বিবেচনায় নিয়ে প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। আগামী ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর শনিবার প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা, ২৯ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির নাম ঘোষণা তারিখ পূণরায় নির্ধারণ করা হয়।

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে রাত ৯.০০ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিকস’র কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জিন্দাবাজার হয়ে বন্দরবাজার সিটি পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে থেকে বক্তারা ৭২ ঘন্টার মধ্যে সিলেটের বিদ্যুৎ লোডশেডিং বন্ধ করা না হলে ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন, কুপিবাতি, মোমবাতি নিয়ে ২০ মিনিট অবস্থান কর্মসূচী পালনের কঠোর হুশিয়ারী দেওয়া হয়।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় সিবিযুকস’র বিভাগীয় কমিটির নাম ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম অভিভাবক যোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান, সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল, সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, অর্থ সম্পাদক পিযোষ মোদক, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সদস্য মোঃ জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে সালিম আহমদ, সুমন আহমদ অলি, আজহারুল ইসলাম, মোঃ বদরুল ইসলাম, মোঃ রিপন মিয়া, মখছুছুর রহমান, রিজান রহমান, ইয়াহিয়া আহমদ, সাংবাদিক ও সমাজকর্মী মোঃ সাহেদ আহমদ শান্ত, শংকর বিশ্বাস ও আব্দুল আজাদ চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।