ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৪, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো।

বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

বিপিএলের সিলেট পর্বে সর্বোচ্চ ৫টি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস ৪টি করে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী ৩ এবং চিটাগাং কিংস সর্বনিম্ন ২টি ম্যাচ খেলবে ‘দুটি কুড়ি একটি পাতা’র দেশে।

ঢাকা পর্বে ৮টি ম্যাচ শেষ হয়েছে। এরপর সিলেট ও চট্টগ্রাম পর্বে ১২টি করে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরবে।

ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

নুরুল হাসান সোহানের দল আসরের ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ‍নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ২ ম্যাচ থেকে শতভাগ জয় নিয়ে টেবিলের দুইয়ে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স। যারা ঢাকা পর্বের শেষ ম্যাচে তারকাবহুল ঢাকা ক্যাপিটালসে ২০ রানে পরাজিত করেছে। টেবিলের তিনে রয়েছে ২ ম্যাচ থেকে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কিংস।

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠে বিপিএলের একাদশ আসরের। ঢাকায় প্রথম পর্বে অনুষ্ঠিত হয়েছে ৮টি ম্যাচ। যেখানে সবচেয়ে বেশি তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল। তারা হলো- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স।

সমান ম্যাচ সমান জয় ও পরাজয় নিয়ে রানরেটে পেছনে থেকে টেবিলের চারে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তিন ম্যাচ থেকে ২ হার ও এক জয় থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট শূণ্য থেকে অবস্থান করছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে।

বিপিএলে সিলেট পর্বের সময়সূচি

তারিখ ম্যাচ সময়

৬ জানুয়ারি বরিশাল বনাম রাজশাহী সন্ধ্যা সাড়ে ৬টা

৬ জানুয়ারি সিলেট বনাম রংপুর দুপুর দেড়টা

৭ জানুয়ারি সিলেট বনাম বরিশাল সন্ধ্যা সাড়ে ৬টা

৭ জানুয়ারি রংপুর বনাম ঢাকা দুপুর দেড়টা

৯ জানুয়ারি বরিশাল বনাম রংপুর দুপুর দেড়টা

৯ জানুয়ারি ঢাকা বনাম চিটাগাং সন্ধ্যা সাড়ে ৬টা

১০ জানুয়ারি সিলেট বনাম ঢাকা সন্ধ্যা ৭টা

১০ জানুয়ারি রাজশাহী বনাম খুলনা দুপুর ২টা

১২ জানুয়ারি রাজশাহী বনাম ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা

১২ জানুয়ারি সিলেট বনাম খুলনা দুপুর দেড়টা

১৩ জানুয়ারি রংপুর বনাম খুলনা সন্ধ্যা সাড়ে ৬টা

১৩ জানুয়ারি সিলেট বনাম চিটাগাং দুপুর দেড়টা

৪৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।