ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল গভর্নিং কাউন্সিল টাকা কীভাবে বণ্টন করতে হবে সেটাও বলে দিয়েছে

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩০, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএলে খেলা ক্রিকেটারদের টাকা কীভাবে বণ্টন করতে হবে সেটাও বলে দিয়েছে । নিয়ম অনুযায়ী, মোট তিনটি ধাপে পারিশ্রমিক পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।

সরাসরি চুক্তি-বিপিএল নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে।

যেখানে প্রথমে ২৫ শতাংশ সাইনিং ফি দিতে হবে। পরবর্তীতে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আরও ৫০ শতাংশ পারিশ্রমিক দিতে হবে। টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে হবে।

এ ছাড়া অন্তত একজন এবং সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটার নেয়ারও সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগ কাজে লাগিয়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি ক্রিকেটার দলেও নিয়েছে।

সিলেট টাইটান্স— মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।

ঢাকা ক্যাপিটালস— তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।

রংপুর রাইডার্স— নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, ওয়েইন ম্যাডসেন।

নোয়াখালী এক্সপ্রেস— সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।

রাজশাহী ওয়ারিয়র্স— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

চট্টগ্রাম রয়্যালস— শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।

দেশি ও বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য-১৪৭ জন দেশি ক্রিকেটারকে মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২৫ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া ‘বি’ ২৫ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১০ হাজার ডলার।

নিলামে যেভাবে ক্রিকেটারদের দাম বাড়বে-বিপিএলে নিলামে কোন ক্যাটাগরিতে কোন কত টাকা করে বাড়বে সেটা ঠিক করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দেশি ক্রিকেটারদের মধ্যে যারা ‘এ’ ক্যাটাগরিতে আছেন তাদের ক্ষেত্রে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে।

এ ছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’ ৫০ হাজার টাকা, ‘ই’ ৩০ হাজার টাকা এবং এফ ক্যাটাগরিতে বাড়বে ২০ হাজার টাকা করে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার।

দলগুলোর বাজেট কত-নিলামে অন্তত ১২ জন দেশি ক্রিকেটারকে কিনতে সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামের আগে সরাসরি সাইনিং করা ক্রিকেটারদের পারিশ্রমিক এখানে যুক্ত হবে না। নিলাম থেকে অবশ্যই দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। সরাসরি চুক্তি ও নিলামের বিদেশি ক্রিকেটারের জন্য সাড়ে ৩ লাখ মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো।

যে নিয়মে খেলোয়াড় কিনতে হবে-বিপিএল নিলাম থেকে সর্বনিম্ন ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরি মিলে অন্তত ২ জন ক্রিকেটারকে দলে নিতে হবে। ‘সি’ এবং ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত ৬ জন ও ‘ই’ এবং ‘এফ’ ক্যাটাগরি মিলে অন্তত ৪ জনকে দলে নিতে হবে। একটি দল সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটারকে কিনতে পারবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে ২২ সদস্যের।

স্বাগতম-নানা নাটকীয়তার পর অনুষ্ঠিত হলো বিপিএলের ১২তম আসরের নিলাম। দীর্ঘ এক যুগ পর ড্রাফট পদ্ধতি ছেড়ে আবারও শুরু হলো নিলাম।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম। আর এই নিলাম পরিচালনার দায়িত্বে আছেন ওরমান রাফে নিজাম। এই নিলামের রিপোর্ট সরাসরি সম্প্রচার করবে আরটিভি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।