বিপিএল প্লেয়ার্স ড্রাফট শেষে সিলেট স্ট্রাইকার্স দল। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। এবার বিপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন ৪৪৩ বিদেশি ক্রিকেটার। আর ৭ ক্যাটাগরিতে ২০৩ জন দেশি ক্রিকেটার ছিলেন। সেখান থেকে বেছে নিয়ে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার একনজরের দেখে নেয়া যাক বিপিএলের নবম আসরে সিলেট স্ট্রাইকার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড কেমন হলো
মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, ব্যান কাটিং, জর্জ গ্রিনশো, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রোয়েন ও সালমান হোসেন ইমন।
২৪৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।