ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল সিলেট পর্ব কাল শুরু হচ্ছে,যেনে নিন গ্যালারি ও টিকিট মূল্য

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৫, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একাদশতম আসরের সিলেট পর্ব কাল শুরু হচ্ছে । ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হয়ে বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেইজে শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয় সিলেট পর্বের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট পাওয়া যাবে। তবে রোববার (৫ জানুয়ারি) বুথ থেকে পাওয়া যাচ্ছে সিলেট পর্বের টিকিট।

সিলেট পর্বে ১২টি মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর হবে চট্টগ্রামে আরও ১২ ম্যাচ। পরে বিপিএল আবার ঢাকায় ফিরবে।

বিপিএলের সিলেট পর্ব শুরু হবে ৬-১৩ জানুয়ারি। এই সময় ১২টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য টিকিট পাওয়া যাবে সিলেট শহরের তিনটি বুথ থেকে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় রোববার সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট।

অনলাইনে টিকেট পাবেন https://www.gobcbticket.com.bd থেকে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে অনলাইনে টিকেট কাটলে টিকেটের প্রিন্টেড কপি সাথে নিতে হবে না। আপনার ফোনে থাকা টিকেট দেখালেই গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। তবে বুথ থেকে টিকেট কিনলে তা সাথে নেয়া লাগবে।

সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

গ্যালারি ও টিকিট মূল্য:পশ্চিম গ্যালারি ১৫০ টাকা,পূর্ব গ্যালারি ২৫০ টাকা,গ্রিন হিল অ্যারিয়া ১৫০ টাকা,শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১৫০ টাকা,ক্লাব হাউজ ৫০০ টাকা,জিরো ওয়েস্ট জোন ৬০০ টাকা,গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা ।

৫৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।