
রাইজিংসিলেট- বিয়ে প্রতিটি মানুষের জীবনে একটি সাধারণ বিষয়। মানুষের জীবনের তিনটি অংশের মধ্যে বিয়ে হচ্ছে দ্বিতীয় অংশ। বিয়ে একটি পবিত্র বন্ধন এর নাম। এ বন্ধনের মাধ্যমে মানুষ একজন জীবন সঙ্গী লাভ করে থাকে। বিয়ের মাধ্যমে মানুষ জীবনে একজন নতুন বন্ধুর সাক্ষাৎ লাভ করে। যে বন্ধুটি তার বিয়ের পরবর্তী জীবনের প্রতিটি বিপদ-আপদে ছায়ার মত তার পাশে থাকবে।
আজ ৬ই সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, রোজ বুধবার সোনার বাংলা কমিউনিটি সেন্টার, সুবিদবাজার সিলেটে ফয়সাল খানের বিয়ে সম্পুর্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অনেক সংবাদকর্মী ও বিভিন্ন সমাজসেবক।
সাংবাদিক ফয়সল খানের বিয়েতে উপস্থিত সংবাদকর্মী ও সমাজসেবকদের সবার একই প্রত্যাশা- আজ তোমাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। সামনের জীবন তোমাদের আরও শুভ হোক, তোমরা এ সমাজের জন্য শুভ বার্তা বয়ে নিয়ে এসো, এই প্রত্যাশা রাখি। অবশেষে জানাই, “শুভ বিবাহ” ফয়সাল খান।