রাইজিংসিলেট- বিমানে বোমার গুজব—পেছনে ছিল এক মায়ের পরিকল্পনা। ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা থাকার মিথ্যা খবর ছড়ানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটে।
র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানান, একজন ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করেন। বিষয়টি জানতে পেরে তার মা ছেলের পরকীয়া ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বলেন, বিমানে বোমা রয়েছে। ফলে ফ্লাইটটি থামিয়ে তল্লাশি চালানো হয়, যা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িত ছেলের মা, তার এক বন্ধু ও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।