ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান দু র্ঘ ট না য় শোক, কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান

rising sylhet
rising sylhet
জুলাই ২২, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। আহত হয়েছেন আরও প্রায় ১৭১ জন, যাদের অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং স্টেডিয়ামে কোনো ধরনের সংগীত বাজানো হবে না।

বিসিবি জানায়, এ উপলক্ষে দেশের সব ক্রিকেট ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনও করা হবে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ভবনে আগুন ধরে যায় এবং অনেক শিক্ষার্থী হতাহত হন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ পরিচালিত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।