
রাইজিংসিলেট- বিয়ানীবাজারের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্নার সঙ্গে স্থানীয় কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে থাকা কিছু চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যা মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে। জুলাই আন্দোলনের নিহতদের পরিবার প্রশ্ন তুলেছেন, কিভাবে পলাতক আসামিরা প্রশাসনের সঙ্গে দেখা করে ছবি তুলতে পারে।
ইউএনও বলেন, আসামিরা সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। স্থানীয় চেয়ারম্যানরা দাবি করেছেন, রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সুত্র: Sy2dy
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।