
সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুস সাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, মরহুম আব্দুস সাত্তার ছিলেন জাতীয়তাবাদী আদর্শের এক খাঁটি সৈনিক। ব্যক্তিগত জীবনে তিনি অত্যান্ত সৎ সজ্জন মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন প্রবীণ রাজনীতিবিদকে হারালাম। দোয়া করি আল্লাহ পাক তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।